۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
ইমাম মুসা কাযিম (আঃ)
ইমাম মুসা কাযিম (আঃ)

হাওজা / ইমাম মুসা কাযিম (আঃ) বলেন, যে ব্যক্তি আহলেবায়েত (আঃ)-এর মধ্যে কারো সমাধি স্থানের যিয়ারাতে যদি পারদর্শী না হয়, তার উচিত আমাদের নেককার ভাইদের কবরের যিয়ারাত করা।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

আহলেবায়েত (আঃ)-এর সমাধি স্থানের যিয়ারাতের পারদর্শী না হওয়া।

مَن لَم يستطيع أن يَزُورَ قُبُورَنا فَلْيزُرْ قُبُورَ صُلَحاءِ إخوانِنا.

"যে ব্যক্তি আহলেবায়েত (আঃ)-এর মধ্যে কারো সমাধি স্থানের যিয়ারাতে যদি পারদর্শী না হয়, তার উচিত আমাদের নেককার ভাইদের কবরের যিয়ারাত করা।"

বিহারুল আনওয়ার খন্ড ৭৪ পৃষ্ঠা ৩১১.. মিযানুল হিকমত খন্ড ৫ পৃষ্ঠা ১২৯..

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

تبصرہ ارسال

You are replying to: .